Wednesday, 15 April 2020

সুস্থ হয়ে ওঠো শহর - সমাদ্রিতা মুখার্জি

সুস্থ হয়ে ওঠো শহর
এমন ফাঁকা তোমায় মানায় না।
সুস্থ হয়ে ওঠো শহর
কেউ খুশির খবর আর জানায় না।
সুস্থ হয়ে ওঠো শহর
তোমার দিন দুঃখীরা না খেতে পায়।
সুস্থ হয়ে ওঠো শহর
তোমার শিশুরা কাঁদে খিদের জ্বালায়।
সুস্থ হয়ে ওঠো শহর
মাস্ক পরে আর চলবে কদিন।
সুস্থ হয়ে ওঠো শহর
সামনে কি তবে সত্যি দুর্দিন?
সুস্থ হয়ে ওঠো শহর
অনেক কিছু এখনো দেখা বাকি।
সুস্থ হয়ে ওঠো শহর
এই আশাটাই শুধু রাখি।
তাই সুস্থ তোমায় হতেই হবে নতুন সূর্যের অপেক্ষায়।
যতদিন না সুস্থ হই ততদিন নয় ঘরেই কাটাই।

Saturday, 14 December 2019

প্রকৃতি - সোমস্নাতা চক্রবর্তী


পাহাড়ের উপর নীল আকাশ,
ঘন মেঘে ভরা
পূর্ব দিকে সূর্যী মামার
ঘন রোদের ছোঁয়া।।

মন চায় উড়ে যেতে
পক্ষীরাজে চড়ে
ঘুরে আসতে লাল পরী,
নীল পরীর দেশে।।

দূরে ঝর্ণা ঝরে পড়ছে
পাথরের গা ছুঁয়ে
কত বনফুল, কত তৃণলতা!
খুশির আমেজে দোলে।।

মেঘে মেঘে ঘর্ষণে -
পৃথিবীতে বৃষ্টি ঝরে পড়ে,
শস্যে ফসল মাথা নামিয়ে
তাদের প্রণাম করে।।

প্রকৃতির স্পৃষ্ট ছোঁয়ায়
ভরে উঠে মন-
চোখের সামনে শুধু ভাসে
প্রকৃতির রং।।