Saturday 14 December 2019

প্রকৃতি - সোমস্নাতা চক্রবর্তী


পাহাড়ের উপর নীল আকাশ,
ঘন মেঘে ভরা
পূর্ব দিকে সূর্যী মামার
ঘন রোদের ছোঁয়া।।

মন চায় উড়ে যেতে
পক্ষীরাজে চড়ে
ঘুরে আসতে লাল পরী,
নীল পরীর দেশে।।

দূরে ঝর্ণা ঝরে পড়ছে
পাথরের গা ছুঁয়ে
কত বনফুল, কত তৃণলতা!
খুশির আমেজে দোলে।।

মেঘে মেঘে ঘর্ষণে -
পৃথিবীতে বৃষ্টি ঝরে পড়ে,
শস্যে ফসল মাথা নামিয়ে
তাদের প্রণাম করে।।

প্রকৃতির স্পৃষ্ট ছোঁয়ায়
ভরে উঠে মন-
চোখের সামনে শুধু ভাসে
প্রকৃতির রং।।